সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

“””বৈচিত্র্যময় পৃথিবী””
লেখক:সৈয়দ শাহনুর আহমেদ
=====—-====
প্রতি সকালে ব্যস্ত নগরীর পথে
অসম গাড়ির ভিড় অফিসে যেতে।
নদী স্রোতের মতো নাজানি কতো
মানুষের ঢল নামে পঙ্গপালের মতো।
বৈচিত্র্যময় পৃথিবীর অপরূপ নিয়ম
স্বাধীনভাবে সবাই করে গন্তব্যে গমন
কেউ যায় কাজে কেউ ফিরে বাড়ি
আপন কক্ষপথে যায় তারাতাড়ি।
নিস্তব্ধ গগন আর নির্বাক ধরায়
কেউ হয় পুলকিত ভাগ্যের খেলায়
কারো জীবন দুর্বিষহ মন বেদনায়
কেউ হয় চির সুখি আপন ভাবনায়।
নিষ্ঠুর কঠোর পৃথিবীর এ কেমন মেলা
ভাই বন্ধু ছেড়ে দিয়ে হয়ে যায় একেলা
সকালে সুস্থ দেহ, হয় রুগ্ন বিকাল বেলা
ক্ষণস্থায়ী জীবনে এ কেমন স্থায়ী খেলা।
খরস্রোতা নদীর মত মানুষের জীবন
জন্ম জানলেও জানেনা কোথায় মরণ
একান্ত চিত্তে যখন ভাবি একা একা
খুঁজি নিজেকে তবে পাইনা মোর দেখা ।।।।।।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT