কানাইঘাট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শরিফুল হক অসুস্থ

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

কানাইঘাট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শরিফুল হক অসুস্থ

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর, সম্ভাব্য মেয়র প্রার্থী অসুস্থ শরিফুল হকের আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ মাগরিব কানাইঘাট পূর্ব বাজারস্থ একটি ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও ব্যবসায়ীবৃন্দ পৌর কাউন্সিলর মাসুক আহমদ, পৌর কাউন্সিলর মাওলানা ফখরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলর আবিদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত যে, গত শুক্রবার রাতে হঠাৎ করে বুকে ব্যাথা জনিত কারনে কাউন্সিলর শরিফুল হক নিজ বাড়ীতে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে অসুস্থ বিএনপি নেতা কাউন্সিলর শরিফুল হক তার সুস্থতার জন্য দলের নেতাকর্মী পৌরবাসী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে, শরিফুল হক আসন্ন কানাইঘাট পৌরসভার নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন পেতে এলাকায় প্রচারনা চালাচ্ছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV