চোরাকারবারির হামলায় কানাইঘাটে বিজিবির ৫ সদস্য আহত

প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

চোরাকারবারির হামলায় কানাইঘাটে বিজিবির ৫ সদস্য আহত

দৈনিক সিলেটের দিনরাত:
~
সিলেটের কানাইঘাটে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। শনিবার ভোররাতে উপজেলার ডোনা সীমান্ত এলাকায় অবৈধভাবে নিয়ে আসা গরু আটকের চেষ্টা করলে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ডোনা ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশিদ বাদি হয়ে ১৪ চোরাকারবারীর নামে কানাইঘাট থানায় মামলা করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি সীমান্ত এলাকার সংঘবদ্ধ চোরাকারবারীরা কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা দিয়ে প্রতি রাতে অবৈধভাবে ভারতীয় গরু-মহিষ দেশের অভ্যন্তরে নিয়ে আসছিল। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোনা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা ভারত থেকে অবৈধভাবে আসা শতাধিক গরু আটকের চেষ্টা করেন। এসময় চোরাকারবারীরা টহল দলের বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে ৫ জন বিজিবি সদস্য আহত হয়েছেন। আহত বিজিবি সদস্যদের ডোনা ক্যাম্পের ব্যারাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় ডোনা ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশিদ বাদি হয়ে সীমান্ত এলাকার বাসিন্দা চোরাকারবারী বাবু, লোকমান, সাদ্দামসহ ১৪ জনের নাম উল্লেখ করে রবিবার (২০ সেপ্টেম্বর) কানাইঘাট থানায় একটি মামলা করেন। মামলা নম্বর ১৬।

চোরাকারবারিদের হামলায় ৫ বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে কানাইঘাটের ডোনা ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশিদ রবিবার (২০ সেপ্টেম্বর) বলেন, ‘অবৈধভাবে নিয়ে আসা গরু আটকের চেষ্টা করলে চোরাকারবারীরা হামলা করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।’
সংগ্রহীত

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV