সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সওজ বিভাগের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার গোবিন্দগঞ্জে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন, সওজ বিভাগের যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রিট আবদুল লতিফ খান। এসময় অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ (সাদা) ব্রিজের পূর্বপার থেকে ট্রাফিক পয়েন্ট ও ছাতক সড়কে সওজ বিভাগের জায়গায় অসংখ্য স্থাপনা গড়ে উঠে। এতে কর্তৃপক্ষ প্রতি বছর এসব স্থাপনা উচ্ছেদ করে দেয়ার পর আবারও গড়ে উঠে স্থাপনা। সম্প্রতি এসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য নোটিশ করে মাইকিং করা হয়। কিন্তু অবৈধ দখলকারীরা কর্নপাত করেন নি। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা ৪ঘন্টা উচ্ছেদ অভিযানে গুটিয়ে দেয়া হয় অসংখ্য সেমি পাকা ও টিনসেডের অবৈধ স্থাপনা। এসময় অনেকেই তাদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, সরকারী জায়গা দখল করে স্থাপনা তৈরির পর ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ টাকা কামাই করছেন মার্কেট মালিকরা। মালিকানা মার্কেটের সামনে সরকারী জায়গায় ফুটপাত ব্যবসায়ীরাও তাদেরকে প্রতিদিন ২০০ থেকে ১৫০শ’ টাকা চাঁদা দিতে হচ্ছে। এদের কাছ থেকে রেহায় পায়নি জুতা সেলাইকারী মুছিও। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তাৎক্ষনিক গোবিন্দগঞ্জের চিত্র কিছুটা মুক্ত হলেও দখলকারীরা ফের দখলে মেতে উঠবে বলে আশঙ্কা করছেন স্থানীরা।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT