সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাংবাদিক সারোয়ার (৪২) আহত হয়েছেন।
২৩ শে জুলাই রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার থেকে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর
সাধারন সম্পাদক গোলাম সারোয়ার (৪২) মোটরসাইকেল যোগে পেশাগত দায়িত্ব পালনে জগন্নাথপুর উপজেলা সদর বাজারে যাওয়ার সময় সকাল প্রায় সাড়ে ১০ ঘটিকার সময় পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় পৌছা মাত্রই জগন্নাথপুর পৌর শহরস্থ (সুনামগঞ্জী বাসস্ট্যান্ড) ইটখলা থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস হর্ণ না দিয়ে মেইন রোডে উঠতে গিয়ে চলন্ত এই মোটরসাইকেলটিকে বাস সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি ও জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সাধারন সম্পাদক গোলাম সারোয়ার রোডে ছিটকে পড়ে ডান হাতে ও বাম পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে নিজ বাসায় আছেন।
এ ব্যাপারে সাংবাদিক গোলাম সারোয়ার বলেন, সিগন্যাল না দিয়ে হঠাৎ করে সুনামগঞ্জী বাসস্ট্যান্ড (ইটখলা) থেকে যাত্রীবাহী বাস মেইন রোড এর উপর আমার মোটরসাইকেলকে ধাক্কা দিলে আমি সড়কে ছিটকে পড়ে আহত হয়েছি এবং চিকিৎসা নিয়েছি। বর্তমানে মোটামুটি সুস্থ আছি। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT