দিরাইয়ে ”বৃটিশ বাংলা এসোসিয়েশন” ইউকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১

দিরাইয়ে ”বৃটিশ বাংলা এসোসিয়েশন” ইউকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

বৃটিশ বাংলা এসোসিয়েশন ইউকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় গরীব শীতার্ত মানুষের মধ্যে দীর্ঘ দিন থেকে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে তাঁরই ধারাবাহিকথায় আজ সুনামগঞ্জের দিরাই উপজেলায় যুক্তরাজ্যস্থ বৃটিশ বাংলা এসোসিয়েশন ইউকের উদ্যোগে উপজেলার চকবাজার ও ধলবাজারে দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

সোমবার বেলা ১টায়
উপজেলার চকবাজারে ও বেলা ৩ টায় ধলবাজারে সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের সহযোগিতায় শীতবস্ত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চকবাজারে উমেদনগর গ্রামের সমাজ সেবক মোহাম্মদ মান্নান মিয়ার সভাপতিত্বে ও ধলবাজারে ধলগ্রামের সমাজ সেবক তাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাখাওয়াত শাহীদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন বৃটিশ বাংলা এসোসিয়েশন ইউকের সভাপতি শরিফুল ইসলাম, সদস্য পাশা মিয়া ও শাহিন মিয়া।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বৃটিশ বাংলা এসোসিয়েশন ইউকের সদস্য মুসলেহ উদ্দিন চৌধুরী মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা সঞ্জয় চৌধুরী, শিক্ষানুরাগী আবু সাঈদ চৌধুরী, সায়েল চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সফু মিয়া,পাবেল মিয়া,দুলাল মিয়া, ইজ্জত আলী, আলকুছ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও দিরাই ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV