সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
দোয়ারাবাজার প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদেশী মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা উপজেলার সদর ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামের রজব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৮), মুরাদপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে আফিজ আলী (৩০) ও পূর্ব মাছিমপুর গ্রামের মৃত সিরাই মিয়ার ছেলে ইকবাল হোসেন (২৫)।
পুলিশ সুত্রে যানাজায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশি ব্রীজের দক্ষিণ পাশে দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলমের নির্দেশনায় এসআই রাকিবুল হাছান এর নেতৃত্বে এএসআই বজলুল করিম ও এএসআই সুমন মিয়ার সহযোগিতায় সংঙ্গীয় ফোর্স নিয়ে একটি মোটরসাইকেল ও ৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম জানান, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক বিরোধী এসব চলমান অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT