সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০

আজিজুর রহমান, বিশ্বনাথ প্রতিনিধিঃ- করোনাভাইরাসে (কোভিড-১৯) সংকটময় পরিস্থিতি মোকাবেলা ও বন্যার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে ১২১টি পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সমিতির উদ্যোগে এবার উপজেলার ৮টি ইউনিয়নের ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। লামাকাজীর মুন একাডেমিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও সংগঠক হোসাইন মোহাম্মদ মানিকের পরিচালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান। উদ্বোধকের বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল উলুম লামাকাজী মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা ময়নুল ইসলাম, সৎপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মুন একাডেমির প্রতিষ্ঠাতা ও রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ভুরকি হাফিজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শফিকুর রহমান সিরাজী ও সমাজসেবক আব্দুল মতিন। এসময় মুন একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য গোলাম সোবহানী, সংগঠক ফয়সল আহমদ, এমরান আহমদ, আলমগীর হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT