মধ্যনগরে বিজয় দিবসে সাহিত্য পরিষদের গুনীজনদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

মধ্যনগরে বিজয় দিবসে সাহিত্য পরিষদের গুনীজনদের সম্মাননা প্রদান

 

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থানা সাহিত্য পরিষদের ১৫ দিনের কর্মসূচির সমাপ্তি হয়ছে। বিজয় মাসে মুক্তি যুদ্ধ বিষয়ক আলোচনা, ইতিহাস তুলে ধরা,মুক্তি যোদ্ধাদের সাথে মতবিনিময় হয।বিজয় দিবসের শুরু থেকে রাত পর্যন্ত গুনীজন সম্মাননা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৬ই ডিসেম্বর বুধবার সারা দিবস ব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান গুনীজন ও রাজনৈতিক তথা বিশেষ সাহিত্য মনা জনমানুষের বিশেষ উপস্থিতিতে উপস্থাপিত হয়। শেষে অংশ গ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এবং কবি অজয় রায় প্রণীত ১০০টি বই বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর সাহিত্য পরিষদের সবাপতি ও উদ্দ্যোক্তা কবি অজয় রায়(শিক্ষক), পরিচালনা করেন বিধান সরকার ( শিক্ষক),বিধান তালুকদার (এম,এ),শিখা রানী রায়(শিক্ষকা)।
সাহিত্য মনাদের মধ্যে ভাটি অঞ্চলের অন্যতম কথা সাহিত্য বিশিষ্ট সাহিক ডাঃঅরুন কুমার সামন্ত , রমাপদ চক্রবর্ত্রী(সিনিয়র শিক্ষক ম,বি,পি,উ,বি), পন্ডিত সুদীপ ভট্টাচার্য্য,দেবল কিরণ তালুকদার, পুরঞ্জয় সাহা রায়,ওস্তাদ -ছানা গোপাল,স্মরন তালুকদার, পরিমল তালুকদার(শিক্ষক) প্রাণ গোপাল।

বিশেষ ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নুরী,সহ সভাপতি প্রবীর বিজয় তালুকদার, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,যুগ্ম সাঃসম্পা- শামীম আহমেদ,সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, সম্মানিত সদস্য – সঞ্জীব তালুকদার টিটু,মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায সামন্ত, সাংগঠনিক সম্পাদক আল আমিন আহম্মেদ সালমান প্রমুখ।
বক্তাগন মধ্যনগর সাহিত্য পরিষদের কবিতা আবৃত্তি, গান,আলোচনা ও পুরষ্কার বিতরণী এমন ব্যাতিক্রমী উদ্দ্যোগকে স্বগতোক্তির সহিত সমর্থন তথা সফলতা কামনায় উৎসাহিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV