মধ্যনগরে সমাজ সেবার উদ্যোগে ভাতার বই বিতরণ

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

মধ্যনগরে সমাজ সেবার উদ্যোগে ভাতার বই বিতরণ

 

অমৃত জ্যোতি (ধর্মপাশা,সুনামগঞ্জ থেকে)::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সমাজসেবা কর্যালয়ের উদ্দ্যোগে বয়স্ক, বিধবা ও পঙ্গু ভাতার বই বিতরণ করা হয়েছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর ইউনিয়ন পরিষদের হল রুমে, এক বিশেষ বিতরনী অনুষ্ঠানে চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার দেবল এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা -জনাব গিয়াস উদ্দিন বই বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।মধ্যনগর ইউনিয়নের বয়স্ক ৫৯জন,বিধবা ৪৫ জন ও পঙ্গু ২০ জনের হতে ভাতার বই তুলে দেন।

এসময় মাননীয় প্রধানমন্ত্রীর এমন সমাজ সেবার মহৎ উদ্দ্যোগকে স্যালুট জনিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। চেয়ারম্যান ও সমাজ সেবা কর্মকর্তা ভাতাভোগীদের কেহ যেন কারো দ্বারা আর্থিক ভাবে প্রতারিত না হন সচেতনতার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV