সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১
ছাতক প্রতিনিধিঃ
সিলেট-সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম (৫৪)।শনিবার একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেলে থাকা নজরুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুড়াইরগাঁও বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মুল্লাআতা গ্রামের মৃত গোলাম রব্বানীর পুত্র। গোবিন্দগঞ্জ পয়েন্টের ফেয়ার লেভ ও জননী ফার্মেসীর পরিচালক। জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে মোটর সাইকেলযোগে বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিলেন নজরুল। বুড়াইরগাঁও বাজার এলাকায় পৌঁছা মাত্র সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস (নং-সিলেট-জ-১১-০০৬৪) তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ছিঁটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দূর্ঘটনা কবলিত বাস ও বাসের চালককে আটক করে জনতা। খবর পেয়ে বদিরগাঁওস্থ জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে। হাইওয়ে পুলিশের এএসআই নাজমুল ইসলাম জানান, বাস ও বাস চালক তাদের হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT