সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০
দৈনিক দিনরাত সংবাদ:
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতাদের অভ্যর্থনা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরা হয়।
মঙ্গলবার ইস্তানবুলে হামাসের শীর্ষস্থানীয় দুই নেতাকে অভ্যর্থনা জানান তুর্কি প্রেসিডেন্ট। তুরস্ক হামাসকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হিসেবে বিবেচনা করলেও যুক্তরাষ্ট্র দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে থাকে।
শনিবার তুর্কি সরকারের এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, ২০২০ সালে এ নিয়ে দ্বিতীয় বারের মতো হামাস নেতাদের স্বাগত জানিয়েছেন এরদোয়ান। এর আগে গত ফেব্রুয়ারিতে দলটির নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তুর্কি প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, হামাসের মতো একটি ‘সন্ত্রাসী সংগঠনের’ সঙ্গে এরদোয়ানের তৎপরতা তুরস্ককে কেবল আন্তর্জাতিক সম্প্রদায় থেকেই বিচ্ছিন্ন করে তুলবে। এটি ফিলিস্তিনিদের জন্যও ক্ষতিকর।
ওয়াশিংটন বলছে, হামাসের সঙ্গে এরদোয়ানের ঘনিষ্ঠতা ‘গাজা থেকে শুরু হওয়া সন্ত্রাসবাদী হামলা’ রোধের আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে। বিষয়টি নিয়ে আঙ্কারার কাছে আমাদের উদ্বেগ তুলে ধরা অব্যাহত রেখেছি।
সুত্র: ডন
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT