সিলেট ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
সেলিম মাহবুব,ছাতকঃ
স্বেচ্ছাশ্রমে এলাকার তরুণ-যুবকদের নিয়ে নিজেই মহল্লার কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় আবির আহমদ(২৪)। শুক্রবার সকালে নিজ গ্রামের উত্তর পাড়ায় কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়ার কয়েকঘন্টা পরই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় সে। আবিরকে শনিবার বিকেলে নিজ হাতে পরিষ্কার করা কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থান পরিচ্ছন্ন করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে সিলেটের বিয়ানী বাজার পৌর শহরের শ্রীধরা গ্রামের রফিক উদ্দিনের একমাত্র ছেলে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর-কুলাউড়া সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টগবগে এই তরুণের মৃত্যতে উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গ্রামবাসী জানান, নিজ পাড়ার কবর স্থানে আগাছা-জঙ্গল লেগেছিল দীর্ঘদিন থেকে। আবির নিজেই পাড়ার তরুণ-যুবকদের ডেকে তা পরিষ্কার করার উদ্যোগ নেয়। স্বেচ্ছাশ্রমী ক্লান্ত তরুণ-যুবকদের সাথে কবর স্থানেই সে নাস্তা করে। এরপর জুমার নামাজ শেষে মোটর সাইকেল নিয়ে জরুরী প্রয়োজনে বের হয়।
দূর্ঘটনায় আবির সহ বাইকের অপর আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম আফছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।