অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট-এর সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আজাদ

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট-এর সভাপতি ইমন, সাধারণ সম্পাদক আজাদ

 

মামুন চৌধুরী :: সিলেটের ঐতিহ্যবাহী ছাত্র পরিষদ অগ্রদূত ছাত্র পরিষদ, সিলেট-এর প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাবিল আহমদ ইমন ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।

গত ১৪ ই ডিসেম্বর ২০২০ইং সোমবার বিকাল ৩.০০ ঘটিকায় অগ্রদূত ছাত্র পরিষদের উপদেষ্টামন্ডলী হতে ৬ জন উপদেষ্টা কে নিয়ে নির্বাচন কমিটি করা হয় ও সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচিত করা হয় ২০২০-২১ সেশন এর ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি |

২০২০-২১ সেশন এর নতুন কার্যকরী কমিটির নিম্নে তালিকা উপস্থাপন করা হলোঃ-
……………………………………………
সভাপতিঃ-কাবিল আহমদ ইমন
সিনিয়র সহ-সভাপতিঃ-আহমদ হোসাইন
সহ-সভাপতিঃ-মোঃ আব্দুল রাবু
সাধারণ সম্পাদকঃ- মোঃ আবুল কালাম আজাদ
সহ-সাধারণ সম্পাদকঃ-দেওয়ান খালেদ আহমদ
সহ-সাধারণ সম্পাদকঃ- রায়হান উদ্দিন রাশেদ
সাংগঠনিক সম্পাদকঃ-আব্দুর রব জাহিদ
সহ-সাংগঠনিক সম্পাদকঃ-রাজন আহমদ
অফিস সম্পাদকঃ-তৌহিদুল ইসলাম
সহ-অফিস সম্পাদকঃ-মোঃ হামিদুর রহমান
অর্থ সম্পাদকঃ-ইয়াসির আরাফাত
সহ-অর্থ সম্পাদকঃ-নাহিদ আহমদ
প্রচার সম্পাদকঃ-মোঃ রেদওয়ান হোসেন
সহ-প্রচার সম্পাদকঃ-আসাদুল ইসলাম জাহিদ
শিক্ষা বিষয়ক সম্পাদকঃ-আব্দুল ওয়াহিদ
সহ-শিক্ষা বিষয়ক সম্পাদকঃ-জামিল হোসাইন
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ-জাহাঙ্গীর আহমদ
সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃনাহিদুল ইসলাম
সমাজসেবা সম্পাদকঃমো:সাকের আহমদ শাকিল
সহ-সমাজসেবা সম্পাদকঃ-রাশেদ আহমদ
সাহিত্য সম্পাদকঃ-আব্দুল্লাহ আল এনাম
সহ-সাহিত্য সম্পাদকঃ-সাদিক আহমদ
ধর্ম বিষয়ক সম্পাদকঃ-হাঃ আদনান আহমদ
ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ-শিমুল আহমদ কামরান
সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ-সাব্বির আহমদ
প্রকাশনা সম্পাদকঃ-আলী হোসেন রানা
সহ-প্রকাশনা সম্পাদকঃ-রিপন আহমদ
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ-লাহিন আহমদ
সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃনাঈম আহমদ
আন্তর্জাজিতক বিষয়ক সম্পাদকঃ-জিয়াউর রহমান মাছুম
সহ-আন্তর্জাজিতক বিষয়ক সম্পাদকঃ-ইমন আহমদ

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ। তারা “অগ্রদূত ছাত্র পরিষদ”র পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বক্তারা আশা করেন সংগঠনটি আরেক ধাপ এগিয়ে যাবে।অগ্রদূত ছাত্র পরিষদ খুব শীঘ্রই শিক্ষা,মানব সেবার কাজে নিজ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের সক্ষম হবে বলে আশা রাখেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV