সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

এস এম উমেদ আলীঃ
০২ জুলাই বুধবার ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে, নবীন আলিম হাফিজ,অনার্স মাস্টার্স সমাপনকারীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান দিরাই উপজেলা গণমিলনায়তন হলে অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি এম হাসান আহমাদ চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েছ আহমদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, (ভার্চ্যুয়ালি) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, দিরাই-শাল্লার সম্ভাব্য সংসদ পদপ্রার্থী জননেতা ড. মাওলানা শোয়াইব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, (ভার্চ্যুয়ালি) মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশনের চেয়ারম্যান, জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, দিরাই উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ মুহিউদ্দীন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন,ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক (সিলেট বিভাগীয়) হাফিজ ফাহিম আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সভাপতি (ভারপ্রাপ্ত) সুহাইল আহমদ ইয়াহ্ইয়া, সাধারণ সম্পাদক জিয়াউল করিম।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা হোসাইন আহমদ উপদেষ্টা উপজেলা জমিয়ত, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা ফরিদ আহমদ হাসারচরী।
(জমিয়ত শ্রমিক জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,
মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা আবিদুর রহমান,মাওলানা ত্বাহা হোসাইন, ওবায়দুল হক চৌধুরী, এনামুল হক শরিফপুরী,মাওলানা সোহেল আহমদ,মাওলানা মাসুম আহমদ মাওলানা জুবায়ের আহমদ,মাওলানা মুশাররফ হোসাইন চৌধুরী প্রমূখ।
এবং বিভিন্ন শাখার সাবেক ও বর্তমান দায়িত্বশীল নেতা কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান বক্তা রিদওয়ান মাযহারী বলেন, জমিয়ত একটি আদর্শবাদী সংগঠন। জমিয়ত কখনো তার নীতি থেকে বিচ্যুৎ হয়নি। বাতিলের সাথে আপোষের কোনো ইতিহাস জমিয়তের নেই। জমিয়ত ইসলাম, মুসলমান, দেশ-জাতি ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সর্বদাই অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। ইনশাআল্লাহ আগামীতেও জমিয়ত পথ হারাবে না। তিনি আরো বলেন, আমরা এই গৌরবোজ্জ্বল সংগঠনের দায়িত্বশীল হিসেবে সকল সমালোচনার জবাবে ‘কাটা পেয়ে ফুল দেব’ এমন নীতি ও আদর্শ প্রদর্শিত করবো ইনশাআল্লাহ।
বক্তাগণ দিরাই উপজেলার আপামর ছাত্র সমাজকে ছাত্র জমিয়তের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিজেদেরকে একজন যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলার উদাত্ত আহ্বান জানান।
এবং সব শেষে উপজেলার প্রায় দেড় শতাধিক নবীন আলিম-হাফিজ,অনার্স-মাস্টার্স সমাপনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT