কানাইঘাটে তাঁতীলীগের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

কানাইঘাটে তাঁতীলীগের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপন

কানাইঘাট প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ তাঁতীলীগ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এক আলোচনা সভা পরবর্তী বৃক্ষ রোপন করা হয়েছে। আজ বুধবার বেলা ২টায় কানাইঘাট উত্তর বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে তাঁতীলীগের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসিবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতীলীগের আহবায়ক আদনান হকের সভাপতিত্বে ও সদস্য সচিব বিধু লাল দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসোবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য জমির উদ্দিন কামরান, ইউপি সদস্য আব্দুল গফুর, সদর ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু ইসহাক পান্না, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম বেলাল। বক্তব্য রাখেন, উপজেলা তাঁতীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রায়হান আহমদ, মামুন রশিদ, পৌর তাঁতীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইয়াহিয়া প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভা শেষে বেলা সাড়ে ৩টায় উপজেলা ও পৌর তাঁতীলীগের উদ্যোগে কানাইঘাট পাবলিক হাই স্কুল মাঠে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। এ সময় পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াইয়া উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV