কানাইঘাটে প্রভাবশালীর বিরুদ্ধে প্রবাসীর জমির আধাপাকা ধান কেটে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

কানাইঘাটে প্রভাবশালীর বিরুদ্ধে প্রবাসীর জমির আধাপাকা ধান কেটে নেয়ার অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে প্রবাসীর জমির আধাপাকা ধান কেটে নিয়েছে প্রভাবশালী একটি পরিবার। এসময় তাদের বাধা দিলে ওই প্রবাসীর ছোট শিশু এবং স্ত্রীকে প্রাণনাশের হুমকিও দিয়েছে তারা। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপার গ্রামে।
জমির মালিক ওই গ্রামের তজম্মুল আলীর ছেলে হুসাইন আহমদ সৌদি আরবে থাকেন। অভিযুক্তরা হলে- একই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে ইসলাম উদ্দিন ওরফে বগলাই, তার ছেলে জামাল উদ্দিন। তবে অভিযুক্তরা বলছেন, ধান কাটার বিষয়ে তারা কিছু জানেনা। তবে ওই প্রবাসীর সাথে তাদের টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা রয়েছে।
হুসাইন আহমদ বলেন, ‘৬ বছর আগে তিনি একই গ্রামের আব্দুল মতিনের কাছ থেকে কিছু জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি একজন কৃষককে বর্গা চাষি নিযুক্ত করেছিলেন। সম্প্রতি প্রভাবশালী ইসলাম উদ্দিন এবং তার ছেলে জামাল ওই জমির আধাপাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যান। এসময় তার স্ত্রী হাজিরা বেগম এবং তার মেয়ে তাদের ধান না কাটতে বললে তারা তাদের হুমকি ধমকি দেয়; এক পর্যায়ে প্রাণনাশের হুমকি প্রদানও করে।’
তিনি আরও বলেন, তার স্ত্রী এবং মেয়ে ছাড়া বাড়িতে কোন পুরুষ লোক নেই। তিনি প্রবাসে থেকে স্থানীয় মুরব্বিদের বিষয়টি জানান। তারাও এ বিষয়ে কোন সুরাহা করতে পারেন নি। এখন তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন বলেও দাবি করেন তিনি।
অভিযুক্ত ইসলাম উদ্দিন বগলাই ধান কাটা বিষয়ে তাদের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে তিনি কিছু জানেন না। তারা ধান কেটেও আনেন নি। তাই এ বিষয়ে তাদের ওপর আনা অভিযোগের ভিত্তি নেই বলে দাবি করেন তিনি। তবে তিনি এও বলেন, ধান কেটে না আনলেও প্রবাসী হুসাইনের সাথে তাদের টাকা পয়সার লেনদেন নিয়ে কিছু সমস্যা রয়েছে।’
এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দোহা পিপিএম বলেন, ‘এ বিষয়ে তারা অবগত নন। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV