সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০

কানাইঘাট প্রতনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ বুধবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট বাজারস্থ আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এস.এম মাহবুবুল আম্বিয়া এবং গোলাম মোস্তফা রাসেলের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আওয়ামীলীগ নেতা মাসুক আহমদ, নজির উদ্দিন প্রধান, রফিক আহমদ, কাউন্সিলর ইসলাম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা শফিউল আলম শামীম, আলমগীর হোসেন, শাহাব উদ্দিন, নজরুল ইসলাম বেলাল, কাউসার আহমদ ইফতি, মোঃ ইয়াহিয়া, জসিম উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসন, নাসির উদ্দিন, রুবেল আহমদ সাগর, সদর ইউপি যুবলীগের আহ্বায়ক জলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুব ও তরুণদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য ৪৭ বছর আগে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। আলোচনা সভা শেষে কেক কেটে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন দলের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT