সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতের টাকা ভূয়া বিল-ভাউচার তৈরি করে আত্মসাতের ঘটনায় সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের সহ হাসপাতালের অনিয়ম-দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা আগামীকাল সোমবার দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উক্ত সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদারের অনুপস্থিতিতে তার প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসা সেবা সহ অনিয়মের দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি পাসগেইট সহ নানা বিষয়ে আলোচনা করা হবে বলে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT