সিলেট ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০

১২/১০/২০২০
‘দেশজুড়ে ক্রমবর্ধমান ধর্ষণ, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং ধর্ষক ও নির্যাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ একটি মানববন্ধন আয়োজন করেছে”ড্রিমক্লিফ যুব সংঘটন”। গত ১২ অক্টোবর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনটি আয়োজন করা হয়।উক্ত মানববন্ধন এ উপস্হিত ছিলেন সংঘটনটির সভাপতি ঊসামা বিন ইকবাল,অমিত কায়রী(secretary),মুস্তাফিজুর রহমান(organiser),আবরার ফাইয়াজ বন্ধন(public relation officer),আব্দুল গণি(accountant),শামসুল আরিফিন ইমন(IT handler),ইশমাম(সদস্য),ডাইয়ান(সদস্য),রিফাত(সদস্য),রাফি(সদস্য)সহ আরো অনেকে উপস্হিত ছিলেন।
আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে বর্তমান সময়ে “ধর্ষণ” শব্দটি পুরো জাতীকে চিন্তার মুখে ফেলে দিয়েছে। সকলেই সকলের জায়গা থেকে নিজ নিজ প্রচেষ্টায় , যে যতটুকু পারছে প্রতিবাদ করে যাচ্ছে। আর এই প্রতিবাদের অংশ হিসেবে “ড্রিমক্লিফ যুব সংঘটন” তারা তাদের জায়গা থেকে একটি সামাজিক সংঘটন হিসেবে তাদের প্রতিবাদটি জানিয়েছে।তাদের একটাই দাবি ধর্ষকদের ও নির্যাতন কারিদের দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে দ্রিষ্টান্ত মুলক শাস্তি হোক।সমাজ তথা মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক।
স্থানঃ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার।
সময়ঃ সকাল ১০ঃ০০ ঘটিকা।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT