দিরাইয়ে কালনী ব্রিজের ঝুকিপুর্ন এপ্রোচের  বিকল্প ব্যবস্থার দাবীতে মানববন্ধন অনুষ্টিত 

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

দিরাইয়ে কালনী ব্রিজের ঝুকিপুর্ন এপ্রোচের  বিকল্প ব্যবস্থার দাবীতে মানববন্ধন অনুষ্টিত 

দিরাইয়ে কালনী ব্রিজের ঝুকিপুর্ন এপ্রোচের প্রতিবাদ ও বিকল্প ব্যবস্থা গ্রহনের দাবীতে আজ রবিবার দিরাই থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। দিরাই নাগরিক ফোরামের ব্যানারে উক্ত মানববন্ধনে বক্তারা রড দিয়ে টানা দেওয়া গাইড ওয়ালের প্রতিবাদ ও বিকল্প হিসাবে ওভার ব্রিজ করার দাবী জানান। কাসেম চৌধুরীর সভাপতিত্বে, মুসলিম উদ্দিনেন পরিচালনায় সাগত বক্তব্য রাখেন  সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী নুরুল আজিজ,দিরাই জাসদের সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিন,উপজেলা বাসদ নেতা মজমিল হোসেন,দিরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ইয়ায়হিয়া চৌধুরী,মাওলানা নাজিমুদ্দিন, দিরাই উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহিন চৌধুরী, দিরাই উপজেলা সুজনের সাধারন সম্পাদক শাহিনুর আলম,শিক্ষানিবীষ আইনজীবি ইমদাদ সরদার,সাবেক ছাএদল নেতা তনয় মিয়া , ব্যবসায়ী শাহিন মিয়া

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV