শয্যা পাশে জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাবলীগ জামাতের মুরব্বী মাহমুদ হোসাইন অসুস্থ

প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২০

শয্যা পাশে জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাবলীগ জামাতের মুরব্বী মাহমুদ হোসাইন অসুস্থ

কানাইঘাট প্রতিনিধিঃ তাবলীগ জামাতের বিশিষ্ট দায়ী কানাইঘাট বড়চতুল ইউপির চতুল সরুফৌদ গ্রামের বাসিন্দা জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলীর পিতা মোহাম্মদ মাহমুদ হোসাইন (৮৫)কে অসুস্থ অবস্থায় হলি হেলথ্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাবলীগ জামাতের বিশিষ্ট মুরব্বী মাহমুদ হোসাইন রক্ত শূণ্যতার কারনে আজ বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটস্থ হলি হেলথ্ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদ। তার তত্ত্বাবধানে মাহমুদ হোসাইন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মাহমুদ হোসাইনের অসুস্থতার খবর শুনে তাঁকে তাৎক্ষনিক হলি হেলথ্ হাসপাতালে দেখতে যান জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, সিলেট জেলা জমিয়তে উলামা নেতা কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, জমিয়তে উলামার কেন্দ্রিয় নেতা মাওলানা খালিদ সাইফুল্লাহ, মাও. তায়্যিবুর রহমান, মাও. খলিলুর রহমান, মাও. ইলিয়াস আহমদ, হাফিজ নজির আহমদ, মাও. বদরুল ইসলাম আল ফারুক, মাও. আসআদ, জুনায়েদ শামসী, মাও. সিদ্দিক বিন মোহাম্মদ, মাও. রায়হান, হাফিজ মায়রুফ আহমদ, মাও. মাহবুবুর রহমান, মাও. রেজয়ান প্রমুখ। এদিকে মাওলানা হারুনুর রশিদ চতুলী তার অসুস্থ পিতা মাহমুদ হোসাইনের আশু রোগমুক্তি কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV