সিলেট ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
দিনরাত ডেস্ক : সুনামগঞ্জের শালা উপজেলার নোওয়াগাঁও গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর, মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সিলেট জেলা শাখা।
গত মঙ্গলবার (23 মার্চ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ সভাপতি দীপক রায়।
সিলেট জেলা হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পালের পরিচালনায়, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অপু দেবনাথ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বিকাশ রঞ্জন অধিকারী, সিলেট জেলা হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক পাল, মহানগর হিন্দু পরিষদের সভাপতি নির্মলেন্দু চৌধুরী পান্না, মহানগর হিন্দু পরিষদের অন্যতম নেতা সুমন রায়।
কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু যুব পরিষদের সিনিয়র সহ সভাপতি রতন চন্দ্র রায়, সহ সভাপতি সমীর চন্দ্র দাস, অমিত রায় শিপন,মৃদুল রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজন মনি নাথ, সহ সাধারণ সম্পাদক রাজন রায় চৌধুরী, উজ্জ্বল নাথ, সুমন দেব, রিপন নাথ, মিঠু রায়, অমিয় আচার্য্য টিটু, লিটন নাথ, সহ সাংগঠনিক রাজিব নাথ, স্বপন দাশ, দপ্তর সম্পাদক মৃদুল দে, সহ সাংস্কৃতিক সম্পাদক প্রদ্দ্যুত দাস, হৃদয় দেবনাথ, রিপন নাথ, আপ্যায়ন সম্পাদক হিপলু দে, সহ আপ্যায়ন উওম দে, প্রচার সম্পাদক জনি রায়, সহ প্রচার সম্পাদক উজ্জ্বল মালাকার, প্রদীপ দে, সহ দপ্তর সম্পাদক জয় ছএী, সজীব শীল, সিলেট মহানগর হিন্দু যুব পরিষদ নেতা কর্ন হাজরা, সুমন রায়, অভিজিৎ, অনুপম, নিখিল দাস, অখিল তালুকদার, পিযুস, বিয়ানীবাজার হিন্দু যুব পরিষদ নেতা পুলক মালাকার, সুমন কর হৃদয়, আশীষ চক্রবর্তী, দীপু চন্দ সুনামগঞ্জ জেলা হিন্দু যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সেন্টু কর, সিলেট জেলা হিন্দু ছাএ পরিষদের সাধারণ সম্পাদক চানু দেবনাথ সানি, সহ সভাপতি সজল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক রুপন দাশ, সাংগঠনিক সম্পাদক র্নিমল দাশ সহ, সহ সাংগঠনিক সম্পাদক বসু দেব চক্রবর্তী, মনোজ তালুকদার, মঠ ও মন্দির সম্পাদক অন্জন দেবনাথ, আইন সম্পাদক পাপলু দেবনাথ, সহ ক্রীড়া সম্পাদক সমর দেবনাথ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অনুপম দেবনাথ, সদস্য দিপ্ত সরকার,নির্মল দাস, দীপ্ত দাস, রাজন দাশ, জিৎ দাশ, অপু সরকার, ইমন দাশ, গোলাপগঞ্জ উপজেলার হিন্দু ছাএ পরিষদের প্রচার সম্পাদক রতন চক্রবর্তী, ছাতক পৌর শাখার হিন্দু ছাএ পরিষদের সাধারণ সম্পাদক অনুরাগ আচার্য্য শিশির, দক্ষিন সুরমা উপজেলার ছাত্র পরিষদের সভাপতি সন্জু চন্দ্র নাথ, সহ সভাপতি রিপন দেবনাথ, দেবাশীষ পাল সেতু, সাধারণ সম্পাদক কনক দেব, সহ সাধারণ সম্পাদক পিংকু চন্দ্র, সাংগঠনিক সম্পাদক সাজন কর,সহ সাংগঠনিক অজিত দেবনাথ,স্বচ্ছ পাল, সিলেট মহানগর হিন্দু ছাএ পরিষদের সভাপতি বিমল অধিকারী, সাধারণ সম্পাদক অপন চন্দ, র্নির্বাহী সভাপতি নিবিড় উপল রাইন,সিনিয়র সহ সভাপতি প্রকাশ প্রদীপ,সহ সভাপতি রতন মল্লিক সিন্টু, দীমান সিংহ,সিনিয়র সহ সাধারণ সম্পাদক টিটু দাস, সহ সাংগঠনিক সম্পাদক সৌরভ রায় হৃদয়, সহ দপ্তর সম্পাদক বাবলু দাস ও প্রমুখ।
বক্তারা অবিলম্বে শাল্লা উপজেলার নয়াগাঁও গ্রামে সাম্প্রদায়িক ও বর্বরোচিত হামলায় জড়িত সকল উগ্রবাদী ও মৌলবাদী গোষ্ঠীকে দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। ছাড়াও বক্তার সংখ্যালুগু সুরক্ষা আইন, সংখ্যালুগু মন্ত্রণালয় ও ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
বার্তা সম্পাদকঃ- জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01744-420000
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by RJP IT