সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫
বিশেষ প্রতিনিধি
মহাখালীতে রাওয়া ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিত্বদের উপস্থিতি
নিবন্ধ:মহাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে গত সোমবার (২০ জানুয়ারী) স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ এর বাংলাদেশ কান্ট্রি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে নেতৃত্ব গঠনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর রুহুল আমিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, ইয়ুথ ফোরাম, বাঙালির পাঠশালা এবং স্কুল অব লিডারশিপ এর প্রতিনিধিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ এর প্রেসিডেন্ট জনাব গোলাম রাব্বানী (নয়ন বাঙালী)। তিনি বাংলাদেশে SOLE এর যাত্রা শুরু হওয়ায় গভীর আনন্দ প্রকাশ করেন।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং SOLE বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. জামিল আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, “SOLE বাংলাদেশের মাধ্যমে আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে নেতৃত্বের গুণাবলী দিয়ে সজ্জিত করতে চাই।” বাংলাদেশ মিশন অফ শালোমের (BMS)পক্ষ থেকে পাষ্টার অসীম মালাকার অংশগ্রহণ করেন এবং(SOLE) USA এর প্রেসিডেন্ট জনাব গোলাম রাব্বানী (নয়ন বাঙালী) সহ SOLE পরিবারের সকল সদস্যকে বাংলাদেশ মিশন অফ শালোম(BMS) পক্ষ থেকে পাষ্টার অসীম মালাকার শুভেচ্ছা জ্ঞাপন করেন। উল্লেখ্য বাংলাদেশ মিশন অফ শালোমের (BMS)পক্ষ থেকে পাষ্টার অসীম মালাকার অংশগ্রহণ করেন এবং(SOLE) USA এর প্রেসিডেন্ট জনাব গোলাম রাব্বানী (নয়ন বাঙালী) সহ SOLE পরিবারের সকল সদস্যকে বাংলাদেশ মিশন অফ শালোম(BMS) পক্ষ থেকে পাষ্টার অসীম মালাকার শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D