সিলেট ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দি জগন্নাথপুর ইসলামীক সোসাইটি ইউকে ও জগন্নাথপুর ইসলামিক সোসাইটি সিলেটের উদ্যোগে শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদ্রাসার ব্যবস্থাপনায় মেধাবৃত্তি-২৫ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
আজ (১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১১টায় দি জগন্নাথপুর ইসলামী সোসাইটি সিলেটের চেয়ারম্যান ও শাহজালাল জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার মোঃ আবু তাহিদের সভাপতিত্বে ও শাহ জালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ফেরদৌস আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দি জগন্নাথপুর ইসলামী সোসাইটি ইউকের ছাত্রকল্যাণ সম্পাদক আবুল হোসেন, ইমাম বুখারী ইন্সটিটিউট লন্ডনের প্রিন্সিপাল ও স্টেপনি শাহজালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মোঃ তাজুল ইসলাম, দি জগন্নাথপুর ইসলামী সোসাইটি ইউকের ভািস-চেয়ারম্যান আব্দুর রহিম কামালী,জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, উত্তর জগন্নাথপুর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকা লিনা খানম, শিক্ষিক রিপন ঘোপ।
মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সাফা আহমেদ তানিসা, তাসফিয়া আঞ্জুম রাইসা।
উল্লেখ্য গত ১২ডিসেম্বর২৪ তারিখে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফলাফল প্রকাশ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৬৬জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে।ইবতেদায়ী মাদ্রাসা থেকে ৬ শিক্ষার্থী, প্রাইমারী স্কুল থেকে ২৪ শিক্ষার্থী মোট ৩০ শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।