সিলেট ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরের পল্লীতে ইঁদুর মারার বিষ এর ট্যাবলেট সেবন করে অষ্টগ্রাম এর দয়াল(২৮) নামক এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বর্তমানে তিনি মোটামুটি সুস্থ আছেন।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলাধীন অষ্টগ্রাম নিবাসী নীলচান দাস এর ছেলে বর্তমানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গাদিয়ালা গ্রামে বসবাসকারী শ্রমজীবী দয়াল দাস(২৮) গতকাল ১৯শে মার্চ রোজ বুধবার বেলা প্রায় এক ঘটিকার সময় সাথের অন্যান্য শ্রমিকদের অগোচরে ইঁদুর মারার বিষ অর্থাৎ ট্যাবলেট সেবন করে চটফট করতে থাকলে সাথের লোকজন দয়াল দাস(২৮)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে তাকে সাময়িক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মান্না দেব বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাকারী যুবক দয়াল দাস বর্তমানে সুস্থ আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।