সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ বরকত উল্লাহ।
সমাগত ঈদুল ফিতরকে লক্ষ করে কাপড় দোকান এর ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্য আদায় করছেন এমন অভিযোগ এর পরিপেক্ষিতে ২০শে মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর বাজারস্থ কাপড় এর দোকান গুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঝলক ফ্যাশনকে ১০ হাজার টাকা, ডলফিন ফ্যাশনকে ১০ হাজার টাকা ও ব্রান্ড সপকে ৫ হাজার টাকা সহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ। এসময় জগন্নাথপুর থানার একদল পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে পঁচিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসাধু ব্যবসায়ীরা যেন ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে তা বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ- dailysylheterdinrat24@gmail.com
২২৯ এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।