কানাইঘাটে শিশু মেয়েকে স্বামীর বাড়িতে রেখে গৃহবধূ উদাও ॥ থানায় জিডি

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

কানাইঘাটে শিশু মেয়েকে স্বামীর বাড়িতে রেখে গৃহবধূ উদাও ॥ থানায় জিডি

কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌরসভার মহেশপুরের খলা গ্রামে তিন বছরের শিশু মেয়েকে রেখে স্বামীর বাড়ি থেকে রুমানা বেগম নামে এক গৃহবধূ উদাও হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় রুমানা বেগমের স্বামী মহেশপুর গ্রামের আলম উদ্দিনের পুত্র রুবেল আহমদ কানাইঘাট থানায় স্ত্রী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রী করেছেন। থানার জিডি নং- ৭১৪, তারিখÑ ১৪/০৯/২০২০ইং। জিডিতে রুবেল আহমদ উল্লেখ করেছেন, গত রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির সবার অগোচরে তার স্ত্রী রুমানা বেগম (২২) তার তিন বছরের কন্যা সন্তানকে বাড়িতে রেখে উদাও হয়ে যায়। স্ত্রীকে কোথাও খোঁজে না পেয়ে রুবেল আহমদ তার শ^শুড় বাড়ি গোয়াইনঘাট উপজেলার পর্নগ্রামে যোগাযোগ করলে শ^শুড়বাড়ির লোকজন জানান, রুমানা তাদের বাড়িতে যায়নি। রুবেল আহমদ জানান, তার বাড়ি থেকে স্ত্রী রুমানা বেগমের নিখোঁজের দিন গোয়াইনঘাট উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে রংমিস্ত্রীর কাজে ছিলেন। পরে বাড়িতে এসে স্ত্রীকে সব জায়গায় খোঁজাখুজি করে কোন সন্ধান না পেয়ে তার শ^াশুড়ীর সাথে যোগাযোগ করলে প্রথমে তারা বলেন রুমানা তাদের বাড়িতে যায়নি। বার বার ফোন দিলে তারা একেক সময় একেক কথা বলে এবং হুমকি দিয়ে বলে তাদের সাথে যেন আমি আর কখনও ফোনে কথা না বলি ও তাদের বাড়িতে যেন আমি না যাই। রুবেল আহমদের অভিযোগ তার স্ত্রীর বাড়ি থেকে যাওয়ার সময় ২ তোলা স্বর্ণালংকার এবং নগদ প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে যায়। স্ত্রীর সাথে তিনি কখনোও কোন ধরনের ঝগড়াঝাটি করেননি, সুন্দর একটি সংসার ছিল। আমার তিন বছরের মেয়েকে রেখে সে কোথায় চলে গেছে, শিশু মেয়েটি মায়ের জন্য বার বার কান্নাকাটি করছে। স্ত্রীর সন্ধান চেয়ে তিনি থানায় সাধারণ ডায়রী করেছেন।

এই সংবাদটি 2416 বার পঠিত হয়েছে