সুনামগঞ্জে “অপারেশন ডে*ভিল হা ন্ট” অভিযানে গ্রে*ফতার-২

প্রকাশিত: ৬:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

সুনামগঞ্জে “অপারেশন ডে*ভিল হা ন্ট” অভিযানে গ্রে*ফতার-২

সুনামগঞ্জ প্রতিনিধি :

নামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, ১. মোঃ শাহিনুর (৫২) – তাহিরপুর থানাধীন ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ২. লিটন মিয়া (৩৫) – ছাতক থানাধীন তকিপুর গ্রামের বাসিন্দা, ছাতক উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Live TV