সিলেট ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে আটক করেন।
আটকৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার আরসুপপুর গ্রামের মো: আলফু মিয়ার পুত্র মো: ইউসুফ (১৯) ও একই জেলার বানিয়াচং উপজেলার পশ্চিম ফুকরা গ্রামের মৃত মো: আনিছ উল্লাহ’র পুত্র মো: রুবেল মিয়া (২৯)।
এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল ফারাহ মোঃ ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।